এসএসসি পরীক্ষা সাংবাদিক কন্যা অর্থি বাগাতিপাড়ায় সেরা

আমানুল হক আমান; বাঘা, রাজশাহী | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৬:১৮ পিএম
এসএসসি পরীক্ষা সাংবাদিক কন্যা অর্থি বাগাতিপাড়ায় সেরা
নাটোরের বাগাতিপাড়ায় এবারের এসএসসি পরীক্ষায় ১২৪৮ নম্বর পেয়ে নম্বরের ভিত্তিতে উপজেলায় শীর্ষস্থান অর্জন করেছে যৌথভাবে মিশকাতুল মঞ্জুর অর্থি ও ফারহানা সরকার। তারা উভয়েই উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এ বছর বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে মিশকাতুল মঞ্জুর অর্থি যুগান্তরের বাগাতিপাড়া উপজেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম মাসুম ও শিক্ষক নাজনীন সুলতানা দম্পতির মেয়ে। এর আগে অর্থি ২০২০ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ ৫৯০ নম্বর পেয়ে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছিল। এছাড়াও মেধাবী অর্থি তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে মেধা যাচাই প্রতিযোগিতা উপজেলায় সেরা নির্বাচিত হয়েছিল। তাছাড়াও রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী প্যারাগন কিন্ডারগার্টেন থেকে বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি লাভ করে। বড় হয়ে সে ডাক্তার হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী।
আপনার জেলার সংবাদ পড়তে