গজারিয়ায় ৪ প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমান

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১০ জুলাই, ২০২৫, ০৬:৫২ পিএম | প্রকাশ: ১০ জুলাই, ২০২৫, ০৬:৫২ পিএম
গজারিয়ায় ৪ প্রতিষ্ঠানকে নগদ অর্থ জরিমান

মুন্সিগঞ্জের গজারিয়ায় মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ভবেরচর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

এ সময়  মূল্য তালিকা প্রদর্শন না করায় সজীব এন্ড ব্রাদার্সকে ২হাজার টাকা, সাদ্দাম স্টোরকে ১ হাজার, ঢালী স্টোরকে ২হাজার ও ইয়াছিন স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করেন।  এসময় ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান।

আপনার জেলার সংবাদ পড়তে