কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় হতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৩৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১জন শিক্ষার্থীও পাশ করতে পারেনি। পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে ১১ জন, মানবিক শাখা হতে ১৫ জন, বিজ্ঞান শাখা হতে ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। নাম প্রকাশে ১জন শিক্ষার্থীর অভিভাবক বলেন আমার মেয়ের সব বিষয় পরীক্ষা ভালো হয়েছে। কিন্তু কেন ফেল করেছে বুঝতে পারলাম না। এই ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ মজুমদার স্বপনের মোবাইলে ফোন দিলে মোবাইল বন্ধ পাওয়া যায়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ার হোসেন নয়ন বলেন আমি কয়েক দিন আগে নতুন করে দায়িত্ব পেয়েছি। মাত্র পরিচিতি সভা হয়েছে। ফলাফল বিপর্যয়ের ব্যাপারে আগে যারা দায়িত্বে ছিলেন তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন।