বরিশালে হামলায় বিএনপি নেতা নিহত

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৮ এএম
বরিশালে হামলায় বিএনপি নেতা নিহত

টাকা লেনদেন নিয় বাগবিতন্ডার একপর্যায়ে সুদি ব্যবসায়ীর হামলায় উপজেলা বিএনপি নেতা কিবরিয়া তালুকদার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে ভুরঘাটা বাসস্ট্যান্ডে।   নিহত বিএনপি নেতা মো. কিবরিয়া তালুকদার (৪৫) খাঞ্জাপুর গ্রামের মৃত আদম আলী তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা কিবরিয়া তালুকদারের সাথে দুপুর সাড়ে বারোটার দিকে ভুরঘাটা বাসস্ট্যান্ডে বসে আর্থিক লেনদেন নিয়ে একই গ্রামের মৃত বেলেন বেপারীর ছেলে গ্রাম্য সুদী মহাজন  বারেক বেপারীর বাগবিতন্ডা হয়। একপর্যায়ে বারেক বেপারীর হামলায় কিবরিয়া তালুকদার অচেতন হয়ে পরে। স্থানীয়রা তাকে (কিবরিয়া) উদ্ধার করে পাশ্ববর্তী কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।  গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে