নাসিরনগরে এম এ হান্নান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১১ জুলাই, ২০২৫, ০৭:০৪ পিএম
নাসিরনগরে এম এ হান্নান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ  ইউনিয়নের নুরপুর গ্রামে "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে   নুরপুর,ব্রাহ্মণশাসন,চটিপাড়া ও পাঠানিশা গ্রামবাসীর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শান্তি প্রতীক কবুতর উড়িয়ে নুরপুর এম এ হান্নান ফুটবল টুনার্মেন্টের শুভ উদ্বোধন  করা হয়েছে । শুক্রবার  (১১ জুলাই) বিকালে নুরপুর বালিকা উচ্চ বিদ‍্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মকবুল হোসেন।

উদ্বোধনী খেলায় নুরপুর  ফুটবল একাদশ চাপরতলা ফুটবল একাদশের মুখোমুখী হয়। খেলায়  ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে নুরপুর ফুটবল একাদশ বিজয়ী হয়েছে। উদ্বোধনী  খেলা উপলক্ষে  টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মনু মিয়া সর্দারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আকবর হোসেন শ‍্যামলের  সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বসির উদ্দিন চৌধুরী,চাপরতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সৈয়দ সোহেল আবদাল,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আশরাফ উদ্দিন,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল আহমেদ,শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক এমরান মিয়া,সাবেক ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক আবদুল্লাহ আল মামুন,সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম,তুষার মোল্লা,ইয়াসিন মাহমুদ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, “এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজকে সৃজনশীল কাজে উৎসাহিত করবে এবং তাদেরকে মাদক ও অপরাধমূলক কাজ থেকে দূরে রাখবে। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে । এসময়  আগত কয়েক হাজার ক্রীড়াপ্রেমী  দর্শকদের সরব উপস্থিতিতে টুর্নামেন্টটি  উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

আপনার জেলার সংবাদ পড়তে