ভালুকায় আ’লীগ দিয়ে মাদ্রাসার কমিটি গঠন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ১২ জুলাই, ২০২৫, ০৪:১৮ পিএম | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৪:১৮ পিএম
ভালুকায় আ’লীগ দিয়ে মাদ্রাসার কমিটি গঠন, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভালুকা উপজেলার সোয়াইল দাখিল মাদ্রাসায় অনিয়ম ও দুর্নীতি করে আ,লীগ দোসর দিয়ে ম্যানেজিংক কমিটি গঠনের অভিযোগ উঠেছে, মাদ্রাসার সুপার রাশেদুল ইসলামের বিরুদ্ধে। প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মাদ্রাসার দাতাসদস্য পরিবার।

১২ জুলাই সোমবার দুপুরে ভালুকা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আক্তার হোসেন খান অভিযোগ করে বলেন, বিধি লঙ্ঘন, অনিয়ম ও দুর্নীতির করে মোটা অংকের টাকার বিনিময়ে, গোপনে ফ্যাসিস্ট নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। মাদ্রাসার সুপার কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মনীতি উপেক্ষা করে তার রাজনৈতিক পক্ষের লোকজনকে অন্তর্ভুক্ত করেছেন। কমিটি গঠনের আগে ভোটার তালিকা প্রকাশ বা নির্বাচনের তফসিল ঘোষণা না করে গোপনে কমিটি গঠন করা হয়েছে। কমিটির ব্যাপারে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কিছুই জানতেন না। বিধি বর্হিভুত ভাবে কমিটি গঠনের ব্যাপারে ৩ জুলাই উপজেলা নির্বাহী অফিসারে কাছে লিখিত অভিযোগ দেয়া হয়। ৭ জুলাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরেজমিন তদন্ত করে অনিয়মের সত্যতা পেয়েছেন।

মাদ্রাসার সুপার রাশেদুল ইসলাম জানান, বিধি মোতাবেক সকল প্রক্রিয়া সম্পন্ন করে কমিটি গঠন করা হয়েছে, কোন অনিয়ম করা হয়নি এবং সে আওয়মীলীগের রাজনীতির সঙ্গে জড়িত নয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মো: মোস্তফা কামাল জানান, প্রতিষ্ঠানে গিয়ে সরেজমিনে তদন্তে করেছি, স্থানীয় লোকজন, শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে এলাকাবাসী কমিটি গঠনে কিছুই জানেন না।

আপনার জেলার সংবাদ পড়তে