মেহেরপুরের মুজিবনগরে ৮৪৮ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ উদ্ধার করেছে যৌথ টাস্কফোর্স। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেদারগঞ্জ বাজারে বরকত উল্লাহ ভাণ্ডারির একটি গোডাউন থেকে এসব বীজ জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন মুজিবনগরের সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত ।
জব্দকৃত বীজের প্যাকেটগুলোতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের কোনো তারিখ উল্লেখ ছিল না। একই সঙ্গে বৈধ আমদানির প্রমাণস্বরূপ এলসির কাগজপত্রও দেখাতে ব্যর্থ হন সংশ্লিষ্ট ব্যক্তি। এসব কারণেই বীজগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।জিজ্ঞাসাবাদে বরকত উল্লাহ দাবি করেন, তিনি মেহেরপুরের বাজিতপুর বীজ ভাণ্ডার থেকে ক্যাশ মেমোর মাধ্যমে বীজ সংগ্রহ করেছেন এবং শীতকালীন মৌসুমে লাভের আশায় তা মজুত করেছিলেন। তবে বৈধ আমদানি সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট কাগজপত্র বা মেয়াদের তথ্য দেখাতে পারেননি তিনি।
এ বিষয়ে মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত বলেন, ‘বীজগুলো ৬ বিজিবি চুয়াডাঙ্গা সদর দপ্তরে পাঠানো হবে। সেখানে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।