মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১২ জুলাই, ২০২৫, ০৭:৩০ পিএম
মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-চৌমুহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে মিজানুর রহমান (৪০) এবং বরুড়া গ্রামের মর্তুজ আলীর ছেলে রকিব আলী (৫০)। শনিবার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তুফার নেতৃত্বে চৌমুহনী-চেঙ্গারবাজার সড়কের মঙ্গলপুর মালু কাজী বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে