ভারতীয় মদসহ কারবারি আটক

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:১৯ এএম
ভারতীয় মদসহ কারবারি আটক

শেরপুরের ঝিনাইগাতীর সীমান্ত এলাকা থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে ঝিনাইগাতী উপজেলার দুধনই তালতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক খোরশেদ আলম দুধনই তালতলা এলাকার আব্দুল আজিজের ছেলে। পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে এসআই আবুল হাসেম ও এএসআই শামছুল হক সঙ্গীয় পুলিশ নিয়ে দুধনই তালতলা এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ খোরশেদ আলমকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের বর্তমান বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা হবে। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, আটক  মাদককারবারি খোরশেদ আলমের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে