কাহারোলে জিপিএ-৫ পেয়েছে স্কুলে ১৩৫, মাদ্রাসায় ৯ জন

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০১:৩৭ পিএম
কাহারোলে জিপিএ-৫ পেয়েছে স্কুলে ১৩৫, মাদ্রাসায় ৯ জন

কাহারোল উপজেলায় ১৭টি মাধ্যমিক বিদ্যায় থেকে ১৩৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে অপরদিকে ৩টি মাদরাসা থেকে ৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

দিনাজপুরের কাহারোল উপজেলায় সদ্য ঘেষিত এসএসসি পরীক্ষার ফলাফলে হতাশ প্রতিষ্ঠানগুলোর অভিভাবকগণ ও উপজেলার শিক্ষানুরাগি মানুষ। বিগত বছরগুলির চেয়ে এবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধেক শিক্ষার্থী কৃতকার্য হতে পারেনি। আর জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে নিম্নমুখী। গতকাল রবিবার চা-য়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন ব্যবসা মহল ও সাধারণ মানুষের মুখে মুখে এবারের এই ফলাফল বিপর্যয়ের কথা। বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে পরীক্ষা গ্রহণ পদ্ধতিকে কাঠগড়ায় দাড় করাচ্ছেন অভিভাবক ও শিক্ষানুরাগি মানুষজন। ফ্যাসিবাদী আওয়ামীলীগ সরকারের বিগত বছরগুলোতে এসব বিদ্যালয়ে শিক্ষার্থীগণ পরীক্ষার হলে পেতো অসৎ উপায়ে অবলম্বনের সুযোগ। বিশেষ করে গত তিন/চার বছরে এ পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে যায় যে, তা দূর থেকে সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি। তবে উপজেলার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাস না করলেও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়েও ভালো করেছে। উপজেলার সবচেয়ে পরীক্ষার ফলাফল খারাপ করেছে বুলিয়া বাজার মাধ্যমিক বালিকা বিদ্যালয় যেখানে ৩৫ জনের মধ্যে পাশ করেছে মাত্র ৯জন। অপরদিকে রামচন্দ্রপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১৯ জন, পাশ করেছে ১১৫ জন, জিপিএ - ৫ পেয়েছে ৩২ জন। 

অভিভাবক আব্দুল মান্নান বলেন, কাহারোল উপজেলার কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করেনি - এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। কাহারোল উপজেলার ঈশানপুর এসি উচ্চ বিদ্যালয় নাম না প্রকাশ করার শর্তে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে এবং অভিভাবক সমাবেশ করলে উপজেলায় পাশের হার বাড়বে।

আপনার জেলার সংবাদ পড়তে