দিনাজপুরে ঘোড়াঘাটে বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বনে আয়োজনে আদিবাসীদের জীবন যাত্রার মান উন্নয়ন ও মৌলিক অধিকার" বিষয়ে উপজেলা পর্যায়ে সংহতি প্লাটফর্মের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি,ব্যবসায়ী,সমাজ সেবক, যুব নেতা,গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আজ রোববার সকাল ১১ টায় উপজেলা আদিবাসী উন্নয়ন সংস্থার সভা কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর একেএম মাহাবুবুল আলম মুকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভা বক্তব্য রাখেন, আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুইস মুরমু, ওসমানপুর হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ শামসুল আলম,ইউপি সদস্য সোহেল রানা, ব্যবসায়ী রফিকুল ইসলাম,মামুনুর রশীদ রিয়েল ও মাইকেল মার্ডিসহ অনেকে।