কবি-সাহিত্যিকদের বর্ষাবরণ

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৬:২২ পিএম
কবি-সাহিত্যিকদের বর্ষাবরণ

কবি ও সাহিত্যিকদের মনোমুগ্ধকর অনুষ্ঠানের মধ্যদিয়ে বরিশালের গৌরনদীতে বর্ষাবরন অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজ এবং বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের যৌথ আয়োজনে শনিবার সন্ধ্যায় বিএমএসএফ’র উপজেলা কার্যালয়ে অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার কবি-সাহিত্যিক ও লেখকগণ অংশগ্রহন করেন।

চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জের আগরপুর উত্তর সংস্কৃতি সংগঠনের সাধারণ সম্পাদক কবি অধ্যাপক আব্দুল হাকিম। বাংলা ভাষা ও বাঙালী সংস্কৃতি সমাজের সাধারণ সম্পাদক ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রদ্বীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি রত্ন শিকদার রেজাউল করিম, প্রভাষক মো. মাসুদ করিম, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা সিকদার, অবসরপ্রাপ্ত প্রধানশিক্ষক মনতোষ দাস, কবি প্রকাশ রায়, শেখ খলিলুর রহমান, শাহ আলম, আব্দুল মতিন, মুশফিক শুভ প্রমুখ। ‎অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, কথামালা, সংগীত ও পুঁথিপাঠ পরিবেশিত হয়েছে।