মিটফোর্ডে ব্যবসায়ি হত্যা: সৈয়দপুরে ছাত্র জনতার প্রতিবাদ সভা

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৩ জুলাই, ২০২৫, ০৭:০২ পিএম
মিটফোর্ডে ব্যবসায়ি হত্যা: সৈয়দপুরে ছাত্র জনতার প্রতিবাদ সভা

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে সৈয়দপুরে ছাত্র-জনতা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে। ১২ জুলাই রাতে শহরের পাঁচ মাথা পুলিশ বক্সের সামনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। চাঁদাবাজি,খুন, ধর্ষণ,নির্যাতন,জুয়া,মাদক কারবার রোধে ও ঢাকার মিটফোর্ডে ভাঙ্গারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকান্ডের প্রতিবাদে এ বিক্ষোভ করে ছাত্র জনতা।

এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

বিক্ষোভ সমাবেশে স্থানীয় শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দিন-দুপুরে ঢাকার ব্যস্ততম এলাকায় সোহাগ নামে একজন ব্যবসায়ীকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা দেখে আমরা আসলে মর্মাহত, লজ্জিত এবং শঙ্কিত।

আমরা বারবার বলে এসেছি,বাংলাদেশে যে কোনো ব্যক্তি যদি কোনো সন্ত্রাসী কর্মকান্ড করে, সে যদি কোনো দলের হয়, তাহলে সে সেই দলীয় সন্ত্রাসী আর সে যদি কোনো ব্যক্তিগত অন্যায় করে তা’হলে ব্যক্তিগত অন্যায়।

দিনে-দুপুরে এরকম হত্যাকান্ড রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার উপর বড় ধরনের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে এই ঘটনায় জড়িত সব খুনিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

আপনার জেলার সংবাদ পড়তে