বাজিতপুরে হাওরে জমি দখলের অভিযোগ

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৪, ১২:৫১ এএম
বাজিতপুরে হাওরে জমি দখলের অভিযোগ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের জমশাই হাওরে মোঃ নূরে আলম ভূইয়ার ৩ একর ৫০ শতাংশ জমি   গত এক যুগের ও অধিক কাল ধরে মৃত মতিউর রহমানের ছেলে মামুন মিয়া ও তার ভাইয়েরা  জোর পূর্বক ভাবে জবর দখল করে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। গত এক যুগ ধরে  নূরে আলম ভূইয়া তার জমিতে যেতে গেলে প্রতি পক্ষ মামুন ভূইয়া ও তার লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছে। একই সঙ্গে এই জমিটি পরিত্যাক্ত অবস্থায় তার প্রতিপক্ষের লোকজনের দখলে আছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। গতকাল শুক্রবার ১১ টার দিকে সরেজমিন গেলে মোঃ নূরে আলম ভূইয়া সহ কয়েকজন কৃষক এই প্রতিবেদককে বলেন, গত সরকারের আমলে তারা নূরে আলম ভূইয়ার জমি ক্ষমতার বলে জবর দখল করে নিয়েছে। তারা আরও বলেন তাদের ভয়ে কেউ মুখ খুলতে চায় না। তিনি আরও বলেন মামুন মিয়া ও তার ভাইয়েরা বর্গা চাষি হিসেবে তাদের চাষ করে। বর্গা চাষি হিসেবে ধানি জমি চাষ করলেও তাদেরকে কোন ফসল দিচ্ছে না এ যাবত কাল। তিনি আরও বলেন, বাজিতপুর থানাকে অভিযোগ দেওয়ার পরেও আইনগত ব্যবস্থা নিচ্ছো বলে তার অভিযোগ। প্রতিপক্ষ  মামুন মিয়া ও তার পরিবারের লোকজনের দাবি, তারা জমিটির ক্রয় করেছেন বলে উল্লেখ করেন। এই ব্যাপারে নূরে আলম বাদী হয়ে  মামুন মিয়া, জিল্লুর নামে বাজিতপুর থানায় গত ২-৩ দিন আগে অভিযোগ দায়ের করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে