রংপুর সিটি করপোরেশনের আইসিউ রোগীবহন কারী ও লাশবাহি এ্যাম্বুলেন্স ৪টি এ্যাম্বুলেন্স বিকল হয়ে এক মাস ধরে পড়ে থাকলেও মেরামত করার কোন উদ্যেগ গ্রহন করা হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। ফলে ১৫ লাখ জনসংখ্যার রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মানুষ জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্ন সার্ভিস পাচ্ছেনা। রংপুর সিটি করপোরেশন সুত্রে জানা গেছে নগর বাসির জরুরী প্রয়োজনে বিশেষ করে গুরতর অসুস্থ রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী চিকিৎসা দেবার জন্য ৫টি এ্যাম্বুলেন্স থাকলেও ৪টি গত দেড় মাসের মধ্যে বিকল হয়ে রংপুর সিটি করপোরেশনের গ্যারেজে পড়ে আছে। একমাক্র সচল এ্যাম্বুলেন্সটিও কাজ করছেনা ফলে এ্যাম্বুলেন্স বিহিন হয়ে পড়েছে রংপুর সিটি করপোরেশন। ফলে জরুরী প্রয়োজনে মুর্মুষ রোগীদের দ্রুত চিকিৎসা দেবার জন্য হাসপাতালে আনা নেয়া প্রায় বন্ধ হয়ে গেছে। সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার দায়িত্বশীল সূত্র জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের ৪টি সচল এ্যাম্বুলেন্সের মধ্যে ছোট এ্যাম্বুলেন্সটি গত ১৮ /১১/২৪ইং তারিখ থেকে বিকল হয়ে পড়ে আছে। এরপর বড় এ্যাম্বুলেন্স ৩টির একটি ১৫ নভেম্বর ২০২৪ইং বিকল হয়ে যায়। অন্যদিকে ভারত সরকার কর্তৃক শুভেচ্ছা উপ হার হিসেবে প্রদান করা সর্বাধুনিক এ্যাম্বুলেন্স যার মুল্য ২ কোটি টাকারও বেশী সেই এ্যাম্বুলেন্সটি আইসিইউ সুবিধা সহ সর্বাধুনিক সকল সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্সটি চলতি ডিসেম্বর মাসের পহেলা ডিসেম্বর এবং করপোরেশনের একমাত্র লাশ বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত এ্যামুলেন্সটি ৮ ডিসেম্বর বিকল হয়ে গেছে। বর্তমান লাশ বাহী এ্যাম্বুলেন্স সহ ৪টি বিকল হয়ে পড়ে থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম ২শ ৫ বর্গকিলোমিটার এলাকার রংপুর সিটি করপোরেশনের ১৫ লাখের বেশী মানুষ এ্যাম্বুলেন্স সেবা পাচ্ছেনা। এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার নির্বাহি প্রকৌশলী বিপ্লব বিশ্বাসের সাথে বুধবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লাশবাহি সহ ৪টি এ্যাম্বুলেন্স বিকল হবার কথা স্বীকার করে বলেন দ্রুতই সচল করার সকল পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান তিনি।