মিলানে নতুন অধ্যায় শুরু লুকা মদ্রিচের

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৬:৪৯ পিএম
মিলানে নতুন অধ্যায় শুরু লুকা মদ্রিচের

তিন যুগের বেশি সময় ধরে ইউরোপের শীর্ষ ক্লাব ফুটবলে রাজত্ব করা লুকা মদ্রিচ এবার নিজের ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করছেন ইতালিতে। রিয়াল মাদ্রিদের জার্সিতে অসামান্য এক যাত্রার ইতি টেনে সোমবার (১৪ জুলাই) আনুষ্ঠানিকভাবে এসি মিলানে যোগ দিয়েছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।

৩৯ বছর বয়সী মদ্রিচ ইতালিয়ান ক্লাবটির সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তিতে সই করেছেন, যেখানে আরও এক বছরের জন্য মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ইনস্টাগ্রামে এসি মিলানের জার্সি গায়ে একটি ভিডিও বার্তায় মদ্রিচ বলেন, “এখানে এসে আমি খুব খুশি। সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কথা বলার জন্য আমাদের হাতে অনেক সময় থাকবে।”

রিয়াল মাদ্রিদের হয়ে ১৩ বছরের গৌরবময় অধ্যায়ে মদ্রিচ জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি। ২০১৮ সালে তিনি জিতেছিলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর। রিয়ালে সর্বশেষ মৌসুমেও মদ্রিচ মাঠে নেমেছেন ৬৩টি ম্যাচে, করেছেন ৪টি গোল এবং দিয়েছেন ৯টি অ্যাসিস্ট। বয়স ৩৯ হলেও তার পারফরম্যান্সে বয়সের ছাপ পাওয়া যায়নি, পুরো মৌসুমে মাঠে ছিলেন ২,৯৮৪ মিনিট।

চলতি মৌসুমেই রিয়াল মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপ খেলেছেন মদ্রিচ। সেই টুর্নামেন্টের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে হেরে বিদায় নেয় ইউরোপের সফলতম ক্লাবটি। এরপরই গুঞ্জন শুরু হয় মদ্রিচের ভবিষ্যৎ নিয়ে। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, তিনি সিরি আ’র ক্লাব এসি মিলানে যোগ দিতে পারেন। অবশেষে এসি মিলানের স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারের দেওয়া ইঙ্গিত সত্যি হলো।

মদ্রিচের মিলানে যোগ দেওয়াকে ঘিরে আরও এক চমকপ্রদ বিষয় হলো তার জার্সি নম্বর। ইতালিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, এসি মিলানে তিনি ১৪ নম্বর জার্সি পরবেন। এর পেছনে এক বিশেষ অনুভূতি আছে। এসি মিলানের সাবেক খেলোয়াড় ও কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড়ি জীবনে এই ১৪ নম্বর জার্সিই পরতেন। পরবর্তীতে কোচ হিসেবেও মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছিলেন আনচেলত্তি। অনেকে মনে করছেন, আনচেলত্তির প্রতি শ্রদ্ধা জানাতেই মদ্রিচ এই নম্বর বেছে নিয়েছেন।

মদ্রিচের আগমনে এসি মিলান তাদের মিডফিল্ডে অভিজ্ঞতার নতুন মাত্রা পাচ্ছে। ক্লাবটি এবার আবারও সিরি আ শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে এগোচ্ছে। বিশেষ করে তিজান্নি রেইন্ডার্স ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ায় মিলানের মিডফিল্ডে যে শূন্যতা তৈরি হয়েছে, সেটি পূরণে মদ্রিচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রি চান, মদ্রিচ মিডফিল্ডের কেন্দ্রীয় ভূমিকায় থেকে লোফটাস-চিক, রিচ্চি এবং ফোফানাদের সঙ্গে সমন্বয়ে দলের আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই ভারসাম্য আনুন।

বড় অঙ্কের বেতন কমিয়ে মিলানে যোগ দিয়েছেন মদ্রিচ। ৪ আগস্ট থেকে তিনি মিলানেলো ট্রেনিং সেন্টারে অনুশীলন শুরু করবেন। ইতোমধ্যেই মিলানের প্রিসিজন প্রস্তুতি চলছে, যেখানে নতুন মৌসুম শুরুর আগে আরও কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

অভিজ্ঞতা, নেতৃত্ব এবং মাঠের সৃষ্টিশীলতা—এসব গুণ মিলিয়ে লুকা মদ্রিচ এসি মিলানের স্কুডেট্টো স্বপ্নকে নতুন করে জাগিয়ে তুলতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে কাতালান সমর্থক থেকে শুরু করে পুরো ফুটবলবিশ্ব।

আপনার জেলার সংবাদ পড়তে