গোপন তৎপরতায় পরিকল্পিতভাবে মব সৃষ্টির চেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে বরিশাল মহানগর ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল থেকে মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে বিএম কলেজের মসজিদ গেটে জড়ো হয়। মিছিলে বরিশালের বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। পরে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড হয়ে সিএন্ডবি রোড দিয়ে নগরীর চৌমাথা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশ মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের সাথে মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।
সমাবেশে ছাত্রদলের নেতৃবৃন্দরা বলেন, দেশে মব সৃষ্টি করে একটি চক্র ষড়যন্ত্র শুরু করেছে। ছাত্রদল দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল রাজপথে থাকবে। কেউ যদি মব মৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।