রাজনৈতিক প্রতিহিংসায় স্থানীয় আওয়ামী লীগ ক্যাডারদের দ্বারা একাধিকবার হামলার শিকার, পরবর্তীতে রাজনৈতিক মামলা ও কারাভোগের পর বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বিএনপি নেতা মামুন বেপারী।
প্রবাসে থেকেও সেখানে বিএনপির সকল কর্মকান্ড পরিচালনা করেছেন মামুন। পাশাপাশি দেশে থাকা বিএনপির অসহায় নেতাকর্মীদের সাধ্যমতো সহযোগিতা করে আসছিলেন। তিনি (মামুন) ইতালী বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য এবং ইতালীর রোম মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ ১৬ বছর পর সোমবার (১৪ জুলাই) দুপুরে নিজ জন্মভূমিতে ফিরেছেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ নাঠৈ গ্রামের সন্তান বিএনপি নেতা মামুন বেপারী।
তার আগমনকে ঘিরে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা সংবর্ধনার আয়োজন করেছিলেন। সেখানে দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন বিএনপি নেতা মামুন বেপারী। সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক সদস্য সচিব মো. ফরিদ মিয়া, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহবায়ক আবুল মোল্লা, মনু মোল্লা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিব মুন্সি, জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মাসুদ রানা, রাজধানী ঢাকার সরকারি বাংলা কলেজ শাখার ছাত্রদলের সহ-সভাপতি রবিউল ইসলাম প্রমুখ।