জিয়া’র ছবিকে অবমাননা করায় রংপুরে জিয়া পরিষদের প্রতিবাদ সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৪ জুলাই, ২০২৫, ০৭:৫১ পিএম
জিয়া’র ছবিকে অবমাননা করায় রংপুরে জিয়া পরিষদের প্রতিবাদ সভা

মহান স্বাধীনতার ঘোষক , সফল রাষ্ট নায়ক, শহিদ জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রংপুর জেলা জিয়া পরিষদের উদ্যোগে মানববন্ধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গতকাল (১৪ জুলাই) সোমবার বিকাল ৪টায় নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলিয় কার্যালয়ের সামনে মানববন্ধ ও প্রতিবাদ সভায়  রংপুর জেলা জিয়া পরিষদের আহবায়ক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক  মোঃ রোকনুজ্জামান। প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন রংপুর জেলা জিয়া পরিষদের যুগ্ম আহবায়ক  মোঃ আব্দুস সামাদ, সদস্য সচিব  মোঃ আফসারুল ইসলাম, সদস্য ইসা আহম্মেদ,  কাজী আখতার, কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে