বাউফলে ৪০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরণ

এফএনএস (হারুন অর রশিদ; বাউফল, পটুয়াখালী) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৫:৩৯ পিএম
বাউফলে ৪০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরণ

পটুয়াখালীর বাউফলে অতিবৃষ্টি,  ঘূর্ণিঝড়, নদী ভাংগন, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ পরিবারকে  উপজেলা প্রশাসন এান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের  উদ্যোগে  ৪০০ পরিবারকে  চাল ও সুকনো খাবার বিতরন করেন।  আজ মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১.৩০ টায়  কালাইয়া ইউনিয়ন  পরিষদে  এ চাল ও শুকনো খাবার বিতরণ করেন  উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। এসময়ে অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন,  মোঃ ফিরোজ হাওলাদার, মোহাম্মদ আলী, মোঃকামাল মৃধা, মোঃ হকরির গাজি মোঃ তুহিন, মোঃজালাল মোল্লা, ফজিনুর মাহামুদা প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে