পটুয়াখালীর বাউফলে ফসলে জমি ও বীজতলা বাঁচাতে স্বেচ্ছাশ্রমে খাল অবমুক্ত করতে কচুরিপানা পরিষ্কার করে পানি নিষ্কাশনের উদ্যোগ নিয়েছে স্থানীয় কৃষকরা। আজ (১৫ জুলাই) মঙ্গলবার সকাল সাত টায় উপজেলার দাসপাড়া ইউনিয়নের ভুক্তভোগী কৃষকরা সপ্তাহ ব্যাপী এ কর্মসূচির কার্যক্রম শুরু করেছেন । দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী আজ প্রথম দিন কাজের শুভ সূচনা করেন।
জানা গেছে, প্রায় পক্ষ কাল ব্যাপী অতি বর্ষণে উপজেলার দাসপাড়া এলাকায় পানি জমে পুকুর, নালা, ডোবা, কৃষি-অকৃষী বাগানবাড়ি ও বীজতলা পানির নিচে তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়ে পরেছে কৃষক ও সাধারণ মানুষ।
এসব এলাকার পানি অপসারণের একমাত্র মাধ্যম বাউফল দশমিনা উপজেলার মধ্যবর্তী ৪ কিলোমিটার শাখা খাল। খালটিতে কচুরিপারা জমাট বেদে পানি অপসারণ এর অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ গ্রহণ না করায় স্থানীয় জনসাধারণ ও কৃষকরা এ উদ্যোগ গ্রহণ করেছে। আর এই কাজে কৃষকদের সহায়তা করছে স্থানীয় ব্যক্তিবর্গ ও বিএনপি'র নেতা কর্মীরা।