নীলফামারীর সৈয়দপুর প্লাজা সুপার মার্কেট ব্যবসায়ীদের নিয়ে দাওয়াতী পক্ষ উপলক্ষে ব্যবসায়ী সমাবেশ করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লুএফ)। 'টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার' প্রতিপাদ্যে সংগঠনটির সৈয়দপুর শাখার উদ্যোগে ১৪ জুলাই রাতে সৈয়দপুর প্লাজায় এর আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও আইবিডাব্লুএফ এর জেলা উপদেষ্টা এডভোকেট আল-ফারুক আব্দুল লাতিফ। বিশেষ অথিতি সৈয়দপুর শাখার উপদেষ্টা মো. শরফুদ্দিন খান ও নীলফামারী জেলা সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ।
এতে সভাপত্বি করেন সংগঠনের সৈয়দপুর শাখা সভাপতি হাজি মো.মোখলেছুর রহমান। সঞ্চালনা করেন সেক্রেটারি তোফায়েল মোহাম্মদ আজম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, হাজী সেলিম, বুলবুল হোসেন, শাহীদ শামীমসহ অনেকে।
প্রধান অতিথি বলেন, একজন সৎ ব্যবসায়ীর হাশর হবে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর সাথে। অন্য কোন পেশার ক্ষেত্রে এমন কোন কথা নাই। আল্লাহর অধিকাংশ নবী-রাসূলের পেশা ছিল ব্যবসা। আমাদের নবীও (সা.) ব্যবসায়ী ছিলেন। তাহলে শুধু ব্যবসা করলেই হবেনা, সৎ হতে হবে।
তিনি সৈয়দপুর তথা নীলফামারীর আর্থসামাজিক উন্নয়নে আইবিডাব্লুএফ এর পতাকা তলে সমবেত হতে সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।