নীলফামারীর সৈয়দপুর পৌরসভাকে মডেল ও স্মার্ট পৌরসভা গড়ে তুলতে ১২২ কোটি ২৯ লক্ষ ৭৪ হাজার,৮৪০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ১৫ জুলাই মঙ্গলবার পৌর কমিউনিটি অডিটোরিয়ামে ওই বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর- ই আলম সিদ্দিকী।
পৌর নাগরিকদের সার্বিক সেবা উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ,পরিবেশ রক্ষা, জলাবদ্ধতা নিরসন ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব ২০২৫-২৬ অর্থ বছরের জন্য এই বাজেট ঘোষণা করা হয়। বাজেটে নিজস্ব খাত, ইজারা ও সরকারি অনুদান থেকে রাজস্ব আয় হিসেবে ৪১ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ৯৩৯ টাকা,ব্যয়ও ধরা হয়েছে সমপরিমান টাকা।
পৌরসভার ওই বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবদুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আক্তার,উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম,শহর আমীর সরফুদ্দীন খান,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড.এস এম ওবায়দুর রহমান, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র জিয়াউল হক জিয়া, বিএনপির সিনিয়র নেতা কাজী একরামুল হক, সৈয়দপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সাত্তার পাটোয়ারী,সাবেক ছাত্রদল সভাপতি এরশাদ হোসেন পাপ্পু, শওকত হায়াত শাহ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শহীদুল ইসলাম,সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা,উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজ, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফইম উদ্দিন প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ পৌরসভা কর্মকর্তা কর্মচারি এসোসিয়েশনের সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক সুজন শাহ। বাজেট অধিবেশনে পৌর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী,এনসিপি নেতা, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাসহ অনেকে উপস্থিত ছিলেন।সভার শুরুতেই জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।