দুর্গাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

এফএনএস (এস.এম রফিকুল ইসলাম; দুর্গাপুর, নেত্রকোনা) : | প্রকাশ: ১৫ জুলাই, ২০২৫, ০৮:০০ পিএম
দুর্গাপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে পৌর বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

‘‘ষড়যন্ত্র হয়নি শেষ সজাক থাকো বাংলাদেশ’’ এমন শ্লোগানে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে আলোচনা সভায় পৌর বিএনপি‘র সাবেক যুগ্ন-আহবায়ক রিয়াজুল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ, সাধারণ সম্পাদক মো. হারেজ গণি, উপজেলা বিএনপি‘র সাবেক যুগ্ন-আহবায়ক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার, পৌর ছাত্র দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক হেলাল উদ্দিন, সদস্য সচিব নুরুজ্জামান জনি, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, পৌর শ্রমিক দলের সভাপতি মো. আলাল মিয়া, সাধারণ সম্পাদক আলিউল আজিম প্রমুখ।

এ সময় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। উনাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নেওয়া হবেনা।

আপনার জেলার সংবাদ পড়তে