কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে সভা

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৩:৩৫ পিএম
কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে সভা

কয়রায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষে শহিদ স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০ টায় কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, কয়রা থানার এস আই তারেক মাহমুদ,কয়রা সদর ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, সাংবাদিক মোঃ গোলাম রব্বানী, গন অধিকার পরিষদের কয়রার সভাপতি মোঃ ইয়াছিন আলী, জুলাই আন্দোলনের আহত ছাত্র আলতাপ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কয়রার সদস্য সচিব আব্দুল্লাহ আল গালিব প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন হালহেরা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আয়ুব আলী।

আপনার জেলার সংবাদ পড়তে