বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছিলেন, সেদিন মুক্তিযোদ্ধাদের হত্যা করার জন্য রাজাকার-আল বদর বাহিনী তৈরি করা হয়েছিলো। যারা রাজাকার-আল বদরের দায়িত্ব পালন করেছেন এদেশের মানুষ তাদের ভোলে নাই।
পাকিস্তানি বাহিনীর সাথে হাত মিলিয়ে রাজাকাররা এ দেশের লাখ লাখ মানুষকে যদি হত্যা করতে পারে। তাহলে তারা (রাজাকার) সেদিন যদি মুক্তিযুদ্ধের ঘোষক মেজর জিয়াউর রহমানকে পেতো তাহলে তাকেও হত্যা করতো। বুধবার (১৬ জুলাই) সকালে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির আয়োজনে গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদের ১৫ বছরে নিহত জুলাই-শহীদসহ সকল শহীদদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইতিহাসে রাজাকাররা এক ভাবে পরিচিত। কিন্তু শেখ হাসিনার ক্ষমতার যারা বিরোধীতা করেছে, যারা ফ্যাসিবাদের বিরোধীতা করেছে, শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার হয়ে গেছে। স্মরণসভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। সবশেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
একইদিন দুপুরে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং পৌর বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপির আহবায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বশির আহম্মেদ পান্না, সিনিয়র যুগ্ন আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কামরুজ্জামান খোকন। প্রতিনিধি সভায় দুই উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।