সারাদেশে ব্লকেড কর্মসূচী ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

এফএনএস অনলাইন:
| আপডেট: ১৬ জুলাই, ২০২৫, ০৫:২৩ পিএম | প্রকাশ: ১৬ জুলাই, ২০২৫, ০৫:২২ পিএম
সারাদেশে ব্লকেড কর্মসূচী ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রা কর্মসূচী করে ফেরার পথে এনসিপির নেতাকর্মীদের ওপর দফায় দফায় হামলার ঘটনায় সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বুধবার বিকেলে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, “গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।”

আপনার জেলার সংবাদ পড়তে