নীলফামারীতে জুলাই শহিদ দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৭ জুলাই, ২০২৫, ০১:৫১ পিএম
নীলফামারীতে জুলাই শহিদ দিবস পালিত

নীলফামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার ১৬ জুলাই জেলা প্রশাসকের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। নীলফামারী পৌরসভার প্রশাসক সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ, জামায়াতে ইসলামী নীলফামারী পৌর সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, ছাত্র প্রতিনিধি মোস্তফা মোহাম্মদ শ্রেষ্ঠ, ইসলামী ছাত্র শিবির নীলফামারী সরকারী কলেজ শাখার সভাপতি হাসান আলী বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের দ্রুত আইনের আওতায় আনা এবং নতুন বাংলাদেশ গঠনে জুলাই’র চেতনাকে লালন করার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে