গজারিয়াঃ মুন্সীগঞ্জের গজারিয়ায় বালুমহালে চাঁদাবাজি করার সময় তিন চাঁদাবাজকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় আরো ৪/৫জন কৌশলে পালিয়ে যায় বলে জানা যায়। বুধবার (১৬ জুলাই) সাড়ে দশটার দিকে গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীর ষোলআনী এলাকায় এই ঘটনা ঘটে বলে জানা যায়।
আটককৃতরা হলো, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের ফিরোজ মিজির ছেলে জাহিদ (১৯), একই গ্রামের আলী আহমদের ছেলে হানিফ (২৯) ও ধলু প্রধানের ছেলে ফজলু (৫৫)।
ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে মেঘনা নদীর গজারিয়া অংশের ষোলআনী এলাকায় বালুমহাল থেকে চাঁদা চাইতে আসে একদল সন্ত্রাসী। তাদের হাতে পিস্তল এবং দেশীয় অস্ত্র ছিল। এ সময় অস্ত্রের মুখে তারা বালুমহালে নৌ শ্রমিকদের জিমি করে নগদ ২ লক্ষ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে নৌ পুলিশ ও বালুমহালের লোকজন তাদের ধাওয়া দিলে তিন চাঁদাবাজ আটক হয়। এ সময় কৌশলে পালিয়ে যায় আরো ৪/৫জন। ঘটনা সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিৎ কুমার ঘোষ বলেন, 'আটককৃতরা আমাদের হেফাজতে রয়েছে। এ বিষয়ে গজারিয়া থানায় একটি মামলা হয়েছে আসামিদের মুন্সিগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে