পৌষ মাসে জেঁকে বসেছে শীত। শীত নিবারণের জন্য কেউ লেপ আবার কেউ কম্বল জড়িয়ে আরামে ঘুমায়। এমন কিছু মানুষ আছে যাদের লেপ, কম্বলের অভাবে কোনো রকম জোড়াতালি দিয়ে রাত কাটায়। কষ্টে রাত কাটানো এসব অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণের জন্য কম্বল নিয়ে রাতে আকস্মিক হাজির হচ্ছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান। শীতের রাতে একখানা কম্বল পেয়ে অনেক অসহায় দরিদ্র মানুষগুলোর মুখে হাঁসির ঝলক দেখা যায়। আবার কেউ কম্বল পেয়ে আবেগ আপ্লুত। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঘুরে ঘুরে ৬০ টি পরিবারে কম্বল বিতরন করেন তিনি। এর আগে বুধবার রাতেও তিনি শীতার্তদের জন্য কম্বল নিয়ে ছুটে চলেন উপজেলার বিভিন্ন প্রান্তে। উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, উপজেলার কোনো ব্যক্তি যাতে শীতে কষ্ট না পায় সে চেষ্টা করছি। প্রকৃত শীতার্ত যাতে বাদ না যায় এজন্য বাড়ি বাড়ি ঘুরে কম্বল বিতরণ করা হচ্ছে।