একজন সংবাদকর্মীর আত্মকান্না

তোমার পথ চেয়ে আছি বাবা তুমি ফিরে এসো

এফএনএস (মোবারক হোসেন শিশির; দুর্গাপুর, রাজশাহী) : | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০১:৫৪ পিএম
তোমার পথ চেয়ে আছি বাবা তুমি ফিরে এসো

রাজশাহী দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের ক্ষিদ্র লক্ষ্নীপুর গ্রামের দৈনিক উপচার পত্রিকার ক্রাইম রিপোর্টার ও সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার রাজশাহী প্রতিনিধি সাংবাদিক মনিরুল ইসলাম এর বাবা মাওলানা আতাউর রহমান (আক্তার) প্রায় ছয় বছর যাবৎ নিখোঁজ। এখন পর্যন্ত খোঁজ মিলেনি সাংবাদিক মনিরুল ইসলামের পিতার। এদিকে সন্ধানে পথ চেয়ে আছে বাবা ফিরবে বলে। 

‎কিন্তু সাংবাদিক মনিরুল ইসলাম এর পরিবার ও স্বজনদের দেশবাসীর কাছে প্রশ্ন তিনি কি জীবিত আছেন? নাকি মারা গেছেন? এখনো মেলেনি কোন উত্তর। গত বছর সাংবাদিক পিতার সন্ধান চেয়ে ৩০ থেকে ৪০টি পত্রিকা, মাল্টিমিডিয়া ও অনলাইন পোর্টালে নিউজ করা হয়েছে। তার পরেও মিলেনি মাওলানা আতাউর রহমানের সন্ধান। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার ক্ষিদ্র লক্ষ্নীপুর গ্রামের মৃত: সুবিধ মোল্লার ছেলে মাওলানা আতাউর রহমান (আক্তার) চাঁপাইনবাবগঞ্জ জেলার কাপাসিয়া পাড়া, শিবগঞ্জ, কানসাট, রহনপুর, আমনুরা, ও গোদাগাড়ী উপজেলার যৌবন লাইনপাড়া সহ চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন স্থানে প্রায় ২০ থেকে ২২ বছর ধরে মসজিদের ইমাম ছিলেন ও বিভিন্ন স্থানে তাফসিরুল কুরআন মাহফিল করতেন তিনি। হটাৎ অসুস্থ্য হয়ে পড়েন তিনি মানুষিক দুশ্চিন্তায় ভোগেন। 


এরপর গত ১২/ ৪/২০২০ইং তারিখ করোনার সময় সারাদেশে লকডাউন এমন সময় তিনি সকাল অনুমান ৮ ঘটিকায় সময় বাড়ি থেকে বের হন। পরবর্তীতে তিনি আর বাড়ি ফিরে আসেন না।

বর্ণনা : গায়ের রং উজ্জ্বল শ্যামলা,  মুখ মন্ডল গোলাকার ,বয়স পঞ্চান্ন , উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি , পরনে ছিল চকলেট রঙের পাঞ্জাবি ও চেক লুঙ্গি ,

বিশেষ চিত্র :  ডান গালের উপরে আঁচিলের দাগ আছে এবং মুখে চাপ দাড়ি আছে, তিনি রাজশাহী আঞ্চলিক ভাষা কথা বলে।

পরে তার স্ত্রী মোছাঃ মনোয়ারা বেগম দুর্গাপুর থানায় জিডি, বিজ্ঞপ্তি, মাইকিং ,সামাজক যোগাযোগ মাধ্যম সহ  বিভিন্ন ভাবে খুঁজার চেষ্টা করেও পাওয়া যায় নি।  বিভিন্ন যায়গায় খোজাখুজি করা হয়। এলাকার মানুষের মুখে মুখে একটায় কথা মাওলানা আতাউর রহমান (আক্তার) যদি মৃত্যুবরণ করেন তাহলে তার লাশ কোথায় গেলো? তিনি যদি বেঁচে থাকেন তাহলে তিনি এখন কোথায় আছেন? এমন হাজারো প্রশ্নের উত্তর মিলেনি এখনও হতাশায় আছে তার পরিবারের সবাই।

‎দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মনিরুল ইসলাম তিনি বলেন, আল্লাহর কাছে প্রার্থনা করি আমার বাবা আমাদের মাঝে যেনো আবার ফিরে আসে‌ মহান আল্লাহ সর্বশক্তিমান।

আপনার জেলার সংবাদ পড়তে