পাবনার চাটমোহর উপজেলার মাঝ দিয়ে প্রবাহিত বড়াল নদে মাটি কাটাসহ দখলের প্রতিযোগিতা চলছে। বড়াল নদে বিভিন্ন অংশে এখন প্রকাশ্যেই চলছে মাটি কাটা ও দখল। চাটমোহর পুরাতন বাজার এলাকার অদুরে বড়াল নদের বোঁথর এলাকায় প্রকাশ্যে বড়াল নদের মাটি কেটে মাটি তুলছিএেক ব্যক্তি। স্থানীয় সংবাদকর্মীদের কাছে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মাটি কাটা বন্ধ করে দেন। সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী মাটি কাটার বিষয়টি জানার পরপরই ব্যবস্থা গ্রহণ করেন। তিনি তড়িৎ মাটিকাটা বন্ধ করে দেন। তিনি জানান,অভেধভাবে মাটি কাটার কোন সুযোগ নেই। প্রশাসন এ বিষয়ে তৎপর রয়েছে। এদিকে বড়াল নদের বিভিন্ন এলাকায় প্রভাবশালী ব্যক্তিরা নদের বিভিন্ন অংশ দখল করে স্থাপনা তৈরি করলেও। বড়াল রক্ষা আন্দোলন কমিটির কোন কর্মসূচি নেই। কমিটির কতিপয় ব্যক্তি এখন সভা,সেমিনার করে দায়িত্ব শেষ করছেন।