টিমের অনুশীলন বাতিল, নাঈম একাই নেমে পড়লেন মাঠে

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১৮ জুলাই, ২০২৫, ০৬:৪৬ পিএম
টিমের অনুশীলন বাতিল, নাঈম একাই নেমে পড়লেন মাঠে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। গত বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ব্যাট-বলে দারুণ পারফরম্যান্সের সুবাদে টাইগাররা ৮ উইকেটের বড় জয় পায়। যা লঙ্কানদের বিপক্ষে প্রথমবার লিটন-তাসকিনদের সিরিজ জয়ের কীর্তি। ওয়ানডে এবং টেস্টে বাজেভাবে হারের পর টি-টোয়েন্টিতে সান্ত্বনার জয় নিয়ে গত বৃহস্পতিবার সকালে দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। দলের সঙ্গে কোচিং স্টাফসহ ক্রিকেটাররাও দেশে ফেরেন। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলে এলেও অবশ্য বিশ্রামের সুযোগ থাকছে না তানজিদ-ইমনদের। আগামীকাল রোববার থেকে মাঠে গড়াতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। যে সিরিজের আগে গতকাল শুক্রবার অনুশীলন করার কথা ছিল দলের। জানা গেছে অনুশীলন বাতিল হয়েছে। তবে মিরপুরের একাডেমি মাঠে দুপুর নাগাদই দেখা গেল নাঈম শেখকে। কয়েকজন থ্রোয়ার নিয়ে মিরপুরে ব্যাটিং করতে দেখা গেছে নাঈমকে। এ সময় তাকে বেশ কিছু বড় শর্ট খেলতে দেখা গেছে। সদ্য সমাপ্ত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন নাঈম। সেখানে নিজের ব্যাটিং পজিশনে নয় ৪ নম্বরে খেলেছেন তিনি। ২৯ বলে করেন ৩২ রান। পরের দুই ম্যাচে অবশ্য একাদশে দেখা যায়নি আর নাঈমকে। আসন্ন পাকিস্তানের বিপক্ষেও দলে রয়েছেন নাঈম। ম্যাচগুলো মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে। এর আগে বাংলাদেশ দল মে মাসে পাকিস্তানে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলে এসেছে। যেখানে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয় লিটন-শান্ত-মিরাজরা।

আপনার জেলার সংবাদ পড়তে