বিনএপির বিজয় দিবস পালন

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২০ ডিসেম্বর, ২০২৪, ০২:৩৯ এএম
বিনএপির বিজয় দিবস পালন

দীর্ঘ ১৭ বছর পর ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে জেলার গৌরনদীতে প্রকাশ্যে বিজয় দিবস পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। বরিশাল-১ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের নিজ গ্রাম সরিকলে বৃহস্পতিবার রাতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান। সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর মৃধার সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর গোমস্তার সঞ্চালনায় বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা এনায়েত হোসেন, আব্দুল মালেক সিকদার, হারুন সিকদার, যুবদল নেতা মনির হোসেন আকন, জসিম উদ্দিন, রুহুল আমীন মৃধা, গণঅধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সহ অন্যান্যরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে