কাহারোলে একদিনে ৪২ হাজার বৃক্ষ রোপণ

এফএনএস (মোঃ আব্দুল্লাহ; কাহারোল, দিনাজপুর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৭:২৬ পিএম
কাহারোলে একদিনে ৪২ হাজার বৃক্ষ রোপণ

 দিনাজপুরের কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোঃআমিনুল ইসলামের নেতৃত্বে উপজেলার ৬টি ইউনিয়নে একই দিনে ৪২ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম এর উদ্যোগে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ৮ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে কাহারোল উপজেলার ঐতিহাসিক নয়াবাদ মসজিদ প্রাঙ্গনে গত ১৯ জুলাই ২০২৫ ইংতারিখে জেলা প্রশাসক গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, দিনাজপুর -১ আসনে বিএনপি থেকে এম পি মনোনয়ন পদপ্রার্থী বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, এ এস পি (কাহারোল সার্কেল) মোঃ মনিরুজ্জামান, বিএনপির জেলা সদস্য মোঃ আবুল হোসেন সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী। উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঐতিহাসিক স্থান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবর স্হান সহ উপজেলার বিভিন্ন স্হানে গাছের চারা রোপণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে