বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধীর মৃত্যু

এফএনএস (মোঃ ইলিয়াস উদ্দিন; ঝিকরগাছা, যশোর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৭:৫৮ পিএম
বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় এক প্রতিবন্ধীর মৃত্যু

যশোরের ঝিকরগাছার গদখালি ইউনিয়নের সৈয়দপাড়া নামক স্থানে বেনাপোলগামী বেদনা কম্পিউটার ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী শওকত আলীর (৪৫) মৃত্যু হয়েছে। তিনি সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। দুর্ঘটনাটি ঘটেছে রোববার (২০ জুলাই) বিকাল ৪ টায় সৈয়দপাড়া গ্রামে।

এলাকাবাসী এবং রেল পুলিশের সাব-ইন্সপেক্টর আমিনুল হক জানান, গদখালী সৈয়দপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শওকত আলী (৪৫) বিকালে হুইল চেয়ারে চড়ে চা খেতে বেরিয়েছিলেন। (তিনি সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন শারীরিক এবং বাক প্রতিবন্ধী হয়ে বাসায় থাকতেন)। রোববার বিকেল অনুমান ৪ টার দিকে শওকত আলীর বাড়ির পাশেই চায়ের দোকানে হুইল চেয়ারে চড়ে চা খেতে যান। বাসায় ফেরার পথেই বেনাপোলগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই  তিনি মারা যান। সন্ধ্যা ৭ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রেল পুলিশ ঘটনাস্থলে ছিলেন এবং মামলার প্রস্তুতি চলছে বলে রেল পুলিশের সাব-ইন্সপেক্টর আমিনুল হক জানান।

আপনার জেলার সংবাদ পড়তে