চাঁদপুরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২০ জুলাই, ২০২৫, ০৮:০১ পিএম
চাঁদপুরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসসমূহ পালন উপলক্ষ্যে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫' উদযাপন উপলক্ষে চাঁদপুর জেলায় ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার সকাল ১০ টায় শহরের চাঁদপুর সরকারি মহিলা কলেজ এর সীমানা প্রাচীরে (বহির্ভাগ) জেলা পর্যায়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি ও মাদ্রাসায় শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত জেলার ৮ উপজেলার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করেছে। দিনব্যাপী প্রতিযোগি শিক্ষার্থীরা তাদের মনের মাধুর্য্য দিয়ে রং তুলির মাধ্যমে চাঁদপুর সরকারি মহিলা কলেজের দেয়ালে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন করে। এ সময় শিক্ষার্থীদের গ্রাফিতি ও চিত্রাঙ্কন পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, এডিসি (শিক্ষা ও আইসিটি), সুচিত্র রঞ্জন দাস, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আর ইমরান খাঁন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা সহ প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ  গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, গেল বছর গণ অভ্যুত্থানের ভূমিকা দেখেছেন। এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি তা ফুটে উঠেছে। গত বছর এই সময় যেসব ছেলেরা রক্তা দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। আর যারা ওই সময় এই গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোন অংশে কম ছিল না। সারাদেশেই এটি হচ্ছে। আশা করছি এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে।ছবি ক্যাপশনঃ চাঁদপুরে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতা পরিদর্শন করছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে