কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় স্বপ্নডিঙ্গা কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে পৌরসদরের পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের প্রথম থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ৭২৭ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টা থেকে সকল শ্রেণির পরীক্ষা শুরু হয়ে ১১টা ২০ মিনিটে শেষ হয়। পরীক্ষা চলাচলে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন, পাকুন্দিয়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, মনোহরদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুনসুরুল আলম কচি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ, চরকাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, চরটেকী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম এমদাদুল হক প্রমুখ। এ সময় স্বপ্নডিঙ্গা কল্যান ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজহারুল ইসলাম পলাশ, সভাপতি হাজী জাফর আলী কলেজের প্রভাষক আমীর খসরু, সাধারণ সম্পাদক চরকাওনা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তানজির উল আলম, সাংগঠনিক সম্পাদক আল মামুন মিঠু, অর্থ সম্পাদক সজিব প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আমীর খসরু জানান, প্রতিযোগিতা না থাকলে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হয় না। তাই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো শিশুদের মনে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করা। এতে তারা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সক্ষম হবে। তিনি আরও বলেন, স্বপ্নডিঙ্গা কল্যাণ ফাউন্ডেশন ২০২১ সাল থেকে এ উপজেলার ক্ষুদে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে লেখাপড়ায় উৎসাহ প্রদান করে আসছে। এ কাজে সকলকে সহযোগিতা করার আহবান জানান তিনি।