কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এফএনএস (মোঃ রফিকুল হায়দার টিটু; কটিয়াদী, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৫, ০৭:১৩ পিএম
কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবীতে কিশোরগঞ্জের কটিয়াদীতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছেন। রোববার উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, কটিয়াদী উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধন শেষে একটি স্মারকলিপি প্রদান করা হয়। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দীপশিখা বিদ্যানিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক বদরুল আলম নাঈম, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোশিয়েশনের কটিয়াদী শাখার সভাপতি শাহজাহান পিন্টু, সাধারণ সম্পাদক শফিউল আলম রিপন, আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক খায়রুল আলম, কার্যকরী সদস্য মীর মুর্শেদ আলম প্রমুখ।

বক্তাগণ বলেন, ‘প্রাতিষ্ঠানিক বৃত্তি নয়, আমরা চাই প্রকৃত মেধার মূল্যায়ন। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করে সমান সুযোগ করে দিতে হবে। আমাদের সোনার বাংলায় বৈষম্যের কোন ঠাঁই নাই। জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্য চলবে না।’

তারা আরও বলেন, ‘কিন্ডারগার্টেনগুলো দেশের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তাদের অন্তর্ভূক্তি না করে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমরা এর অবসান চাই। ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান।’ মানববন্ধনে উপজেলার ৭০টি কিন্ডারগার্টেনের হাজার হাজার শিক্ষক-শিক্ষার্থী ও অনেক অভিভাবক অংশ গ্রহণ করে অন্তর্ভূক্তির দাবী জানান। 

উল্লেখ্য, গত ১৫ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের তালিকা থেকে কিন্ডারগার্টেনকে বাদ দেয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে