দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এনসিপি’র পার্বতীপুর উপজেলা শাখা প্রতিনিধির দাবি, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের ‘হামলায়’ আমবাড়ী হাট ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও পার্বতীপুর উপজেলা এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম ও জোবায়দুল ইসলাম আহত হয়েছেন। অন্যদিকে, মোস্তফাপুর ইউনিয়ন যুবদল বলছে, এনসিপির হামলায় মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম হাজী, সাধারন সম্পাদক আবিদুর রহমান আবিদ, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক গোলাম রব্বানী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আসাদুল হক আহত হয়েছেন। ঘটনার সূত্রপাত আজ সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মোস্তফাপুর আমবাড়ী হাটে।
মারামারির পর পার্বতীপুর উপজেলা এনসিপির প্রতিনিধি তারিকুল ইসলাম বলেন, মোস্তফাপুর ইউনিয়ন যুবদল আমবাড়ী হাট থেকে প্রতি সপ্তাহে ৫০ হাজার টাকা দাবি করে। এর প্রতিবাদ করলে তারা ৪০-৫০ জন হামলা চালায়। এসময় আমিসহ তিনজন ছিলাম, ওরা সংখ্যায় বেশি। এতে আমিসহ ২জন আহত হয়েছি। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আছি।
পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম হাজী দাবি করেন, এনসিপি’র পার্বতীপুর উপজেলা শাখার প্রতিনিধি’র হামলায় আমাদের অন্তত ৪ নেতাকর্মী আহত হয়েছেন। ইতিমধ্যে তারা চিকিৎসা নিয়েছেন।
পার্বতীপুরের আমবাড়ী তদন্ত কেন্দ্রের আইসি মো: আরিফ হোসেন বলেন, ভোর থেকে মোস্তফাপুর ইউনিয়ন যুবদল ও এনসিপির নেতাকর্মীরা হাটের দু’পাশে অবস্থান করছিলেন। উভয় পক্ষই মাঝে মাঝে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে উভয় পক্ষের মাঝখানে পুলিশ সদস্যরা অবস্থান নেন। দুই পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন তারা। সকালে এনসিপি’র প্রতিনিধি তারিকুল ইসলাম ঘটনাস্থলে আসলে স্থানীয় যুবদলের সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই। এই ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন।
স্থানীয় ও আমবাড়ী হাটের প্রত্যক্ষদর্শীরা জানান, আমবাড়ী হাটে ইজারাদার আনিসুর রহমানের প্রতিনিধি ও এনসিপি’র প্রতিনিধি তারিকুল ইসলাম সোমবার ৮টায় হাট পরিচালনার দায়িত্বে থাকা অবস্থায় সেখানে যুবদল নেতা আবিদুর রহমান আবিদের লোকজনের সাথে মারামারির ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আজ সোমবার (২৮ জুলাই) বেলা ১টায় আমবাড়ী ডিগ্রী কলেজ গেটের সামনে ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা আমবাড়ী হাটের ৫৫০ টাকার স্থলে ৬০০ ইজারা মূল্য বেশি নেওয়াসহ চাঁদাবাজির প্রতিবাদে এনসিপি’র প্রতিনিধি এবং হাট ইজারাদারের বিরুদ্ধে এক মানববন্ধন করেন। মানববন্ধনে শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক নাজমুল সাকিব, বিজ্ঞান বিষয়ক সম্পাদক শাকিল আহম্মেদ, ত্রান বিষয়ক সম্পাদক কারা নির্যাতিত নেতা ফেরদৌস মন্ডল, যুবল সম্পাদক আলমগীর হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সম্পাদক আবু সাঈদ, মহিলাদলের ওয়ার্ড সভাপতি আদুরী বেগম, মেনহাজুল হক ও আজিজুল হক প্রমুখ।
মোস্তফাপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবিদুর রহমান আবিদ জানান, ইজারা মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করছে ইজারাদারের লোকজন ও এনসিপি’ প্রতিনিধি তারিকুল ইসলাম। হাটে গিয়ে তাদের মুখোমুখি হই বিষযটি জানতে চাইলে, ধাক্কা দিয়ে অফিস ঘরে ঢুকে আমি একা থাকায় আমাকে এলোপাথারি মারধর করে।