নির্বাচন বাধাগ্রস্ত করলে স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৫, ০৬:১৬ পিএম
নির্বাচন বাধাগ্রস্ত করলে স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত হবে: দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘এই যে আপনি ছাত্রদের আপনার মুরব্বি বানিয়েছেন, কর্তৃপক্ষ বানিয়েছেন, শিক্ষাব্যবস্থা আপনি ধ্বংস করে ফেলেছেন—এর একটু দায় আপনারও নেওয়া উচিত।’ বুধবার জাতীয় প্রেসক্লাবের আকরম খাঁ হলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের পতন তখনই সার্থক হবে, যখন গণতন্ত্রের উত্তরণ সম্পন্ন হবে। যদি গণতন্ত্রের উত্তরণ সম্ভব না হয়, তাহলে স্বৈরতন্ত্র ফিরে আসার সম্ভাবনা থেকে যাবে। ‘যারা আজ বিভিন্ন অজুহাতে গণতন্ত্রের উত্তরণের নির্বাচনকে বাধাগ্রস্ত করছেন, তারা স্বৈরতন্ত্রের পক্ষে অবস্থান নিচ্ছেন,’ মন্তব্য করেন দুদু।

দুদু বলেন, বিএনপি প্রায় ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে। যারা আজ স্বৈরতন্ত্রের পতনে বিএনপির ভূমিকাকে ছোট করে দেখছেন, তাদের তিনি বলেন, ‘বিএনপি যখন আন্দোলন শুরু করেছিল, তখন যারা আজকের বয়সে ২৬ থেকে ২৮ বছরের মধ্যে, তারা তখন শিশু ছিল।’ তিনি সতর্ক করেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় অস্বীকার করা অহংকারের পরিচায়ক।

সরকারের প্রতি সমর্থন থাকার কথাও উল্লেখ করে দুদু বলেন, ‘আপনাকে যেকোনোভাবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। ভালো নির্বাচন ছাড়া দেশে কোনো স্বৈরতন্ত্র টিকে থাকতে পারে না।’

তিনি এক বিশেষ ঘটনা তুলে ধরে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ছাত্র প্রতিনিধি পুলিশকে ব্যবহার করে গুলশানের একটি বাড়ি থেকে ৫০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা নিয়ে গেছে। যখন আরও ৪০ লাখ টাকা আনতে গিয়েছিল, তখন ধরা পড়েছে।’ দুদু এ ধরনের চাঁদাবাজির জন্য সংশ্লিষ্টদের সতর্ক করেন।

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক পরিষদের সভাপতি মুক্তার আখন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে