ফের এক সিনেমায় ঋত্বিক-সোহিনী

এফএনএস বিনোদন: | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৫:০৯ এএম
ফের এক সিনেমায় ঋত্বিক-সোহিনী

আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ছবির শুটিং শুরু। ছবিটি মূলত বাবা-মেয়ের গল্প নিয়ে নির্মিত হচ্ছে। এতে এক নারীর আগমন ঘিরেই যাবতীয় ঘটনা। ছবিতে বাবার চরিত্রে দেখা যাবে টালিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। এমনিতেই প্রতিম ডি গুপ্তর ছবিতে সম্পর্ক আসে ব্যতিক্রমী আলোয় ভর করে, সরলরেখায় কখনোই নয়। আশা করা যায়, পরিচালক প্রতিমের সেই সূক্ষ্মতা এ ছবিতেও থাকবে। এখন অবশ্য ‘চালচিত্র’ নিয়ে ব্যস্ত আছেন পরিচালক। গত শুক্রবারই মুক্তি পেয়েছে ছবিটি। এদিকে একসঙ্গে একাধিক সিনেমায় অভিনয় করেছেন ঋত্বিক ও সোহিনী। নায়ক-নায়িকাকে প্রথম একসঙ্গে দেখা যায় ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ছবি ‘ফড়িং’ সিনেমায়। কিন্তু জুটি হিসেবে ঋত্বিক-সোহিনীর প্রথম ছবি সাত বছর আগে মুক্তি পাওয়া মৈনাক ভৌমিক পরিচালিত ‘বিবাহ ডায়েরিজ’। এ ছবিতে দুজনের অসম্ভব ভালো রসায়ন সত্ত্বেও টালিউডে তাদের জুটি নিয়ে চর্চা হয়নি তেমনভাবে। অভিনয়গুণ দিয়ে ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি রয়েছে ঋত্বিক চক্রবর্তী ও সোহিনী সরকারের। তারা একসঙ্গে যখন পর্দা শেয়ার করে নেন, দর্শকদের মুগ্ধ করে দেন। অনেক দিন পর আবার এক ছবিতে দেখা যাবে তাদের। আসছে বছর ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকেই ছবির শুটিং শুরু হবে বলে খবর পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১৯ সালে ঋত্বিক-রুদ্রনীলের ‘ভিঞ্চি দা’ ছবিতে অল্প সময়ের জন্য সোহিনীকে দেখা যায়। ২০২২ সালে অভিনন্দন দত্ত পরিচালিত ছবি ‘অনন্ত’-এ পুরো ছবিজুড়ে এই দুই তারকা ছিলেন। তবে খুব বেশি স্ক্রিন শেয়ার করেননি। প্রতিম ডি গুপ্তর নতুন ছবিতে একসঙ্গে থাকছেন সোহিনী ও ঋত্বিক। ঋত্বিক এর আগে প্রতিমের চারটি ছবিতে কাজ করেছেন, ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’, ‘আহারে মন’ এবং ‘শান্তিলাল ও প্রজাপতি রহস্য।’ সবকিছু ঠিক থাকলে পরিচালকের সঙ্গে এই প্রথমবার কাজ করবেন সোহিনী।