নিশ্চিন্তে গড়ি নিরাপদ বাড়ি এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে বাড়ি নির্মাণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মেঘনা ঢালাই স্পেশাল কোম্পানির উদ্যোগে বুধবার রাত আটটায় স্পেশাল সিমেন্ট বাড়ির মালিকদের নিয়ে গাংনী পলাশীপাড়া সমাজকল্যান সমিতির কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেঘনা ঢালাই স্পেশাল কোম্পানির গাংনীর পরিবেশক সাজিদ ট্রেডিং এর স্বত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস্ এন্ড মার্কেটিং মোঃ জিয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এজিএম বিদ্যুৎ কুমার বণিক, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির ডেপুটি ডাইরেক্টর কামরুল ইসলাম,সিএসবিডি ডেপুটি সেলস ম্যানেজার কাওসার আহমেদ। এ সময় স্পেশাল ঢালাই সিমেন্ট ব্যবহারকারী, বাড়ির মালিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।