সারাদেশে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১২৬১

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১ আগস্ট, ২০২৫, ০৪:২০ পিএম
সারাদেশে অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১২৬১

এক হাজার ২৬১ জন অপরাধীকে সারাদেশে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানান।  

দেশজুড়ে অভিযান চালিয়ে মোট এক হাজার ২৬১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৭৪৯ জন এবং অন্যান্য অপরাধে গ্রেপ্তার হন আরও ৫১২ জন। এ ছাড়া অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, ককটেলসহ অপরাধমূলক কাজে ব্যবহৃত আরও অনেক জিনিসপত্র উদ্ধার করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে