চট্টগ্রাম বিভাগকে হারিয়ে কোয়ালিফায়ারে খুলনা

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৩ এএম
চট্টগ্রাম বিভাগকে হারিয়ে কোয়ালিফায়ারে খুলনা

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে এলিমিনেটরের ম্যাচে চট্টগ্রাম বিভাগকে ৭ রানে হারিয়েছে খুলনা বিভাগ। ম্যাচে খুলনার হয়ে ফিফটি হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা নিশ্চিত করল খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে খুলনা বিভাগকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় চট্টগ্রাম বিভাগ। আগে ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে ১৪৬ রান তুলে অলআউট হয়ে যায় খুলনা। দলের হয়ে একমাত্র ফিফটি হাঁকিয়েছেন নুরুল হাসান সোহান। ৩৯ বলে ৫২ রানের ঝলমলে ইনিংস খেলেন সোহান। বাকিদের মধ্যে ১৬ বলে ২০ রান করেন আজিজুল হাকিম তামিম। এছাড়া ১২ বলে ১৬ রান করেছেন মোহাম্মদ মিঠুন। চট্টগ্রামের হয়ে ৪ উইকেট শিকার করেন আহমেদ শরিফ। এছাড়া ৩ উইকেট তুলেছেন ফাহাদ হোসাইন। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি চট্টগ্রামের। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদিকুর রহমানকে দলীয় ৩৩ রানের মধ্যে হারিয়ে ফেলে চট্টগ্রাম। তিনে নেমে ঝড় তুলেছিলেন শাহাদাত হোসেন দিপু। তবে অল্পতেই থেমেছেন তিনি। ১৪ বলে ২৩ রানের ইনিংস খেলে বিদায় নেন দিপু। দিপুর আগে মুমিনুল হক এবং পরে ইরফান শুক্কুরকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় চট্টগ্রাম। মাত্র ৬৪ রানের মধ্যে হারিয়ে ফেলে ৫ উইকেট। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী রাব্বি। আগ্রাসী ব্যাটিংয়ে ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেন ইয়াসির। দলের ১১৭ রানের মাথাতে ইয়াসিরের বিদায়ে চট্টগ্রামের জেতার আশাও প্রায় শেষ হয়ে যায়। শেষ দিকে ২৭ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত ছিলেন নাঈম হাসান, তবে এই ইনিংস কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। জয় এনে দিতে পারেনি। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৯ রানের মাথায় থামে চট্টগ্রাম। ৭ রানের জয় পায় খুলনা। খুলনার হয়ে ২টি করে উইকেট শিকার করেন মেহেদী হাসান রানা এবং মাসুম খান টুটুল। এই জয়ের ফলে দ্বিতীয় কোয়ালিফায়ারে চলে গেল খুলনা।