ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে সমাধান দিলেন শেহজাদ

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৪ এএম
ভারত-পাকিস্তান দ্বন্দ্ব মেটাতে সমাধান দিলেন শেহজাদ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্বের আগ্রহের কমতি নেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে বাঁধা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বৈরিতা। যে কারণে নিজেদের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলেনা দুই দল। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত আসার পর এবার নতুন সমাধান দিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই বেঁকে বসেছে ভারত। টুর্নামেন্টটি নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর কেটেছে শঙ্কা। এর আগে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়েও আপত্তি করেছিল ভারত। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় ভারতের ম্যাচ আয়োজন করে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট সম্পন্ন করেছিল এসিসি। এবারও দীর্ঘ আলোচনার পর এশিয়া কাপের মতো এবারের চ্যাম্পিয়নস ট্রফিও হবে হাইব্রিড মডেলে। বিনিময়ে ভারতে কোন আইসিসি ইভেন্টে খেলতে যাবে না পাকিস্তান। নতুন সিদ্ধান্ত আসলেও এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে একটি সমাধান বের করেছেন পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে সীমান্তে একটি স্টেডিয়ামে তৈরি করা যেতে পারে। সম্প্রতি এক পডকাস্টে তিনি বলেন, ‘সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।’ বিসিসিআই আর ভারত সরকারকে এরপরই খোঁচা দিয়ে শেহজাদ বলেন, ‘আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।’ ২০২৫ সালের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে সেরা আট দল।