মালয়েশিয়ার সড়কে ঝরলো তিন বাংলাদেশির প্রাণ

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২ আগস্ট, ২০২৫, ০৩:১৪ পিএম
মালয়েশিয়ার সড়কে ঝরলো তিন বাংলাদেশির প্রাণ

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ান্তানে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে আহত হন আরও দুজন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। 

কুয়ান্তানের ভারপ্রাপ্ত ওসিপিডি সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আদলি মাত দাউদ জানিয়েছেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক মো. সাব্বের হাসান (৩০) এবং দুই যাত্রী মো. জাহিদ হাসান (২১) এবং আবদুল্লাহ (২৪) নিহত হন। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, তারা কুয়ান্তান থেকে কুয়ালালামপুরের দিকে একটি টয়োটা আভাঞ্জা গাড়িতে করে যাচ্ছিলেন। চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে, যার ফলে গাড়িটি রাস্তার বাম দিকে ছিটকে যায়। এ ঘটনায় মো. হাবিব বিসাস (৪৫) এবং মণিরাম চন্দ্র বাস (৪০) নামে আরও দুজন আহত হন।

তাদের চিকিৎসার জন্য টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে (এইচটিএএ) পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে আরও দেখা গেছে যে এমপিভির চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না এবং গাড়ির রোড ট্যাক্স ২০২৫ সালের মে মাসে শেষ হয়ে গেছে বলেও জানান মোহাম্মদ আদলি।

আপনার জেলার সংবাদ পড়তে