সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (রেজিঃ নং রাজ-২৯৩৬) এর ত্রি বার্ষিক নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে। ৫ টি পদের বিপরীতে মোট ১৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও ৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
সভাপতি পদে জি এম মইনউদ্দীন হিরু, মোফাচ্ছিলুল মাজেদ, সহ সভাপতি পদে কোরবান আলী সোহেল, সাধারন সম্পাদক পদে আতিউর রহমান, সহ সাধারন সম্পাদক পদে রাকিবুল ইসলাম, মাহিদুল ইসলাম রিপন ও অর্থ সম্পাদক পদে তাজেদুর রহমান মানিক মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সাধারন সম্পাদক পদে একজন প্রাথী থাকায় আতাউর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিবাচত হচ্ছেন।
প্রধান নির্বাচন কমিশনার দিলাওয়ার হোসেন শাহ, সহকারী নির্বাচন কমিশার সাফায়েত হোসেন সজিব ও আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মোট ১০১ জন ভোটার এ নির্বাচনে তাদের ভোটাধিকার আগামী ৯ আগস্ট ২০২৫ শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ আগস্ট রবিবার মনোনয়নপত্র বাছাই করা হবে।