বাঘায় লোকালয়ে বানর

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ৫ জানুয়ারী, ২০২৫, ১২:৩৫ পিএম | প্রকাশ: ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৫ এএম
বাঘায় লোকালয়ে বানর

রাজশাহী বাঘার গাছে ডালে, টিনের চালে, স্কুলের ছাদে এমনকি মাটিতে নেমে স্থানীয়  বাজারে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। বানর দেখতে উৎসুক জনতার ভিড় জমেছে। হঠাৎ বাড়ির টিনের চালে বানরের দৌঁড়াদৌঁড়ি দেখে নজর পড়ে মানুষজনের । কখনও আমগাছের ডাল ধরে লাফিয়ে উঠে টিনের চালে। কখনও টিনের চালে বসে লোকজনের মুগ্ধতা উপভোগ করে বানরটি। তবে একে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্কেরও কমতি নেই।  শনিবার (২১ ডিমেম্বর) দুপুরে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা বাজার এলাকায় এই দৃশ্য দেখা যায়। স্থানীয়রা জানান, উপজেলার দিঘা বাজার, দিঘা পুকুরপাড়া, পশিচমপাড়া,নওদাপাড়া, অমরপুর, বাউসা টলটলিপাড়া,  এলাকার বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য দলছুট বানরটি ঘুরে বেড়াচ্ছে। দিঘা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা মাজাহারুল ইসলাম বলেন, যোহরের নামাজ শেষে দিঘা হাফিজিয়া মাদ্রাসার ছাদে  বানরটিকে দেখতে পাই। এসময় অনেক লোকজন কলা, পাউরুটি, বাদাম এসব খাবার দিয়েছে। চালের ওপর বসে থেকে খাবারগুলো নিয়ে খাচ্ছিলো বানরটি। স্থানীয় দিঘা বাজারের দোকাদার সুজন আলী, নাসির উদ্দিন, সাকিম উদ্দিনসহ একাধিক স্থানীয় জনসাধারণের ভাষ্য, বানরটি প্রায় ১০-১৫ দিন ধরে উপজেলা বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.আমিনুল ইসলাম বলেন, খাবারের সন্ধানে ক্ষুধার্ত বানরটি লোকালয়ে চলে আসতে পারে। উৎসুক জনতা বানরটিকে যেন বিরক্ত না করে এবং কোনভাবে  ক্ষতির  মুখে না পড়ে সেদিকে স্থানীয় জন সাধারণকে লক্ষ্য রাখতে হবে জানিয়েছেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে