জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৫, ০৪:২৫ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিতর্ক প্রতিযোগিতা

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বরিশালের গৌরনদীতে স্কুল এবং কলেজ পর্যায়ে দিনব্যাপী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় স্কুল পর্যায়ে পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও মাহিলাড়া অনন্ত লাল মাধ্যমিক বিদ্যালয় রানার আর্প এবং কলেজ পর্যায়ে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ান ও মাহিলাড়া ডিগ্রী কলেজ রানার আর্প হয়েছে।

গৌরনদী ক্লাব এন্ড সোসাইটির আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় ১৪টি স্কুল ও চারটি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহনে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার, প্রধানশিক্ষক উত্তম অধিকারী, প্রভাষক জিনাত জাহান খান, প্রভাষক রাজা রাম সাহা, সহকারী শিক্ষক রোকনুজ্জামান পনির, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান, মিথুন তালুকদার, জুলাই শহীদ ইলিয়াস খানের বড় ভাই মহসীন খান প্রমুখ। শেষে স্কুল এবং কলেজ পর্যায়ের চ্যাম্পিয়ান ও রানার আর্প দলের মাঝে ক্রেষ্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে